complement
complement এই সমাজে যেমন খোকনের মত সরকারি চাকরিজীবী আছে ঠিক তেমনি শাহজাহানের মত ব্রিলিয়ান্ত ও আছে। আছে আলমের মত সুমিষ্ট ভাষী, রিপনের মত উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, সবুজের মত গনিতজ্ঞ, রাজুর মত স্মার্ট আর আমার মত ভবঘুরে সেখানে নেহাত ই রেয়ার। আহসানের শ অফের কারনে হিংশায় জ্বলে পুরে যাওয়ার মানুষ এর এখানে অভাব নাই। আমি যখন জাস্তিন বিবারের অন্ধ ভক্ত যদিও বেবি আর সরি ছাড়া কোন লিরিক আমার বুঝে আসে নাই। আমার কাজিন শাকিব শুধু সরি বলে মাঝে মাঝে চিল্লাই উঠে যার কারনে আমার চাচা আমার উপর রীতিমত বিরক্ত। আমি অবশ্য বেয়াদব উপাদি নিয়ে সন্তুষ্ট। আমাদের বাজারের পাশেই দুই ইনোসেন্ট এর বাস। একজন মারভেল আভেঞ্জেরস, বন্ড সিরিজের সাথে নিকি মিনাজের ফ্যান। আরেকজন তাহসিনের গান ছাড়া কিচ্ছু বুঝে না। অপরদিকে সফল প্রেমিকও বটে। খোলা জানালা দক্ষিনের বাতাসে এই লিরিক টা তার মুখে অসাম লাগে। এ তো তাদের অভ্যাস ।। এছারা পা...